E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আশুলিয়ার গণধর্ষণ মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

২০২১ মার্চ ০৮ ১৬:৫৪:৪৯
আশুলিয়ার গণধর্ষণ মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

তপু ঘোষাল, সাভার : রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় গণধর্ষণের পর প্রায় ৫ মাস ধরে আত্মগোপনে যাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম।

এর আগে রোববার ভোরে আশুলিয়ার কাঠগড়া এলাকা ও ব্রাহ্মনবাড়িয়া থেকে তাদের গেপ্তার করা হয়। আজ তাদের আদালতে পাঠানোর কথা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- বরগুনা সদর থানার ক্রোক গ্রামের মঈনউদ্দিনের ছেলে সজীব পঞ্চাদ (২০), এবং একই এলাকার মৃত আলী হোসেন সিকদারের ছেলে ইউনুছ সিকদার(৫০)।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই কিশোরী (১৪) আশুলিয়ার জামগড়া এলাকায় থেকে তার বোনের সন্তানদের দেখাশোনা করতো। তার বোন ভুক্তভোগীর কাছে সন্তানদের রেখে পোশাক কারখানায় কাজে যেতো। প্রতিদিনের ন্যায় গত বছরের ১৫ অক্টোবর ভুক্তভোগী নারীর বোন কাজে গেলে বাসায় কেউ না থাকার সুযোগে ইউনুছ ও সাইফুল মোল্লার সহযোগিতায় গণধর্ষণ করে আসামিরা। পরে থানায় মামলা দায়ের হলে একজন জামিনে থাকলেও বাকিরা গা ঢাকা দেয়। পরে অভিযান চালিয়ে তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তবে মামলার প্রধান আসামি সুজন খান (২৫) এখনও পলাতক রয়েছে।

২০২০ সালের ১৫ অক্টোবর এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা(মামলা নং-৪২) করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম বলেন, আসামিদের আজ (সোমবার) আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(টিজি/এসপি/মার্চ ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test