E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারী দিবসে কালের কণ্ঠের মাদারীপুর প্রতিনিধিসহ ১২ নারীকে সম্মাননা

২০২১ মার্চ ০৮ ১৭:৪৮:১০
নারী দিবসে কালের কণ্ঠের মাদারীপুর প্রতিনিধিসহ ১২ নারীকে সম্মাননা

মাদারীপুর প্রতিনিধি : করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্য  বিষয়কে সামনে রেখে মাদারীপুরে সোমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এসময় কালের কণ্ঠের মাদারীপুর জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশীসহ ১২ জন নারীকে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।

মাদারীপুর জেলা প্রশাসন, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, পৌরসভা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীর হলরুমে আলোচনা সভা, নারী উদ্দ্যোক্তাদের সম্মাননা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) মাহমুদা আক্তার কণা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী হোমায়রা লতিফ পান্না, স্যাইয়েদা সালমা, শিরিন আক্তার, আনোয়ারা রাজ্জাক প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ক্ষেত্রে অবদার রাখার জন্য কালের কণ্ঠের মাদারীপুর জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশী, মাছরাঙা টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি আনজুমান আরা জুলিয়া, হেনা আক্তার, ইয়াসমিন দিপা, সাবিনা ইয়াসমিন, ফারহা দিবা, শিরিন আক্তার, নুপুর আক্তার, রহিমা খাতুন, পলি খানসহ ১২ জন নারীকে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়। এছাড়াও ১ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, নারীর প্রতি সকল সংহিসতা বন্ধে পরিবারকেই প্রধান ভুমিকা পালন করতে হবে, পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে, ছেলে মেয়ে উভয়কেই সমান গুরুত্ব প্রদান করতে হবে।

(এ/এসপি/মার্চ ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test