E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কবি পাগলা কানাইয়ের জন্মোৎসব শুরু

২০২১ মার্চ ০৮ ১৮:২৮:১৬
কবি পাগলা কানাইয়ের জন্মোৎসব শুরু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শুরু হয়েছে মরমী কবি পাগলা কানাইয়ের চার দিনব্যাপী ২১১তম জন্মজয়ন্তী উৎসব। সোমবার(৮ মার্চ) সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির মাজারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, শিক্ষক আবু দাউদসহ পাগলা কানাইয়ের ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের আয়োজনে আজ থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
চার দিনব্যাপী এ উৎসবে আয়োজন করা হয়েছে লাঠি খেলা, কবি রচিত সংগীতানুষ্ঠান, চিত্রাঙ্কন, বই পড়া প্রতিযোগিতা ও কবির জীবন দর্শনের উপর আলোচনা সভা। বাংলা ১২২৬ সালের ২৫ ফাল্গুন ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন পাগলা কানাই।

(একে/এসপি/মার্চ ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test