E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদাবাজির অভিযোগে শিবির ক্যাডারের বিরুদ্ধে সোনাগাজী থানায় জিডি

২০২১ মার্চ ০৮ ১৮:৫০:৩২
চাঁদাবাজির অভিযোগে শিবির ক্যাডারের বিরুদ্ধে সোনাগাজী থানায় জিডি

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে শিবির ক্যাডারের বিরুদ্ধে চাঁদাবাজি, গালমন্দ ও বিভিন্ন হুমকি-দমকির অভিযোগে অভিযোগে সোনাগাজী মডেল থানায় জিডি করেছেন অনলাইন পোর্টাল nanews24.com এর উপদেষ্টা প্রফেসর নাফিজ উদ্দিন খাঁন । গত ৭ মার্চ রবিবার রাত ৮ টায় তিনি এ জিডি করেন, জিডি নং ৩২৭ ।

থানার লিখিত জিডি সূত্রে জানাযায়, অভিযোগকারী সোনাগাজী থানাধীন বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন ও সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সংগঠনের সাথে সরাসরি যুক্ত রয়েছেন । এ ছাড়াও তিনি অনলাইন পোর্টাল nanews24.com এর উপদেষ্ঠা হিসেবে দায়িত্ব পালন করছেন ।

অপরদিকে বিবাদী শফি উল্যাহ রিপন শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করিয়া বাদীকে হেয়প্রতিপন্ন ও আত্ম সম্মানে আঘাত করার হীন উদ্দেশ্যে কু-রুচিপূর্ন লেখা লেখি এবং অপপ্রচার করিয়া আসিতেছে ।

অভিযোগ সূত্র আরো জানাযায়, রবিবার (৭মার্চ) বিকালে সোনাগাজী থানাধীন পৌরসভাস্থ জিরো পয়েন্টে অভিযোগকারীকে পেয়ে মোটা অংকের টাকা দাবী করেন শিবির ক্যাডার শফি উল্যাহ ।

শফি উল্যাহর দাবীকৃত টাকা দিতে অপরাগত প্রকাশ করলে গালমন্দ ও বিভিন্ন হুমকি-দমকি দিয়ে থাকে ।

অভিযোগকারী প্রফেসর নাফিজ বলেন, তিনি মানসম্মান ও আত্মরক্ষায় শিবির ক্যাডার শফি উল্যাহ রিপনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় জিডি করেছেন ।

(এনকে/এসপি/মার্চ ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test