E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচিত হওয়ার ৪ বছর পর ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিবেন তৌফিকুল

২০২১ মার্চ ০৮ ২২:৫০:৪৭
নির্বাচিত হওয়ার ৪ বছর পর ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিবেন তৌফিকুল

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : অবশেষে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিবেন তৌফিকুল ইসলাম।

সোমবার বিকেল ৪ টায় গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন তার শপথ পাঠ করাবেন। ২০১৬ সালের ৩১ অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩ নং কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়লাভ করেন মো. তৌফিকুল ইসলাম।

জানা গেছে, নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগ এনে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সৈয়দ শরিফুল ইসলাম রতন। তার অভিযোগের ভিত্তিতে তৌফিক বিজয়ী হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপণ জারী না করায় তৌফিককে শপথ থেকে বিরত রাখে জেলা প্রশাসক।

এ কারণে ২০১৭ সালে তৌফিকুল ইসলাম হাইকোর্টে রিট করলে ওই রিটের শুনানি নিয়ে ২০১৭ সালের ২৯ অক্টোবর তৌফিকুল ইসলামের নামে গেজেট প্রকাশ ও তার শপথের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করে রায় দেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেন প্রতিদ্ব্িদ্ব প্রার্থী সৈয়দ শরীফুল ইসলাম রতন। কিন্তু আপিল বিভাগ তার আবেদনটি খারিজ করে দেন। ফলে হাইকোর্টের রায় বহাল থেকে যায়।এদিকে ২০১৮ সালের ৩ জুলাই নির্বাচন কমিশন তৌফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং গাইবান্ধার জেলা প্রশাসককে শপথ পড়াতে নির্দেশ দেন।

এরপর ২০২০ সালের ২৫০ নং রিট কনটেপ্ট, নির্বাচন কমিশন ও হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে আজ মঙ্গলবার (০৯ই মার্চ) বিকাল ০৪ ঘটিকায় তৌসিককে শপথ পাঠ করাবেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।

রবিবার (৭-মার্চ) গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন স্বাক্ষরিত এক পত্র থেকে তৌফিক'কে শপথ পাঠ করানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে শপথ গ্রহণের দিন থেকে আগামী ০৫ বছর অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করবেন তৌফিক।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন বলেন, তৌফিকুল ইসলামের সাথে কথা হয়েছে। এই মূহর্তে তিনি ঢা কায় রয়েছেন রাতে ফিরে এলে মঙ্গলবার তার শপথ পাঠ করানো হবে।

(এ/এসপি/মার্চ ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test