E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খরস্রোতা পাটেশ্বরী নদী এখন ফসলের মাঠ

২০২১ মার্চ ০৯ ১৬:০৮:৩৩
খরস্রোতা পাটেশ্বরী নদী এখন ফসলের মাঠ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নদী শাসনের ফলে এক কালের খরস্রোতা পাটেশ্বরী নদী এখন ফসলের মাঠ। সারা বছরই পানিতে ভরা থাকত এই নদী। পাল তুলে চলত নৌকা। নওপাড়া বাজার সহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা স্বল্প খরচে পন্য আমদানী রপ্তানি করতে পারতেন। কৃষকরা নদীর দুপাশের জমিতে নির্বিঘ্নে সেচ দিতে পারতেন। কোন বাধাই ছিলনা কোথাও। এখন নদী শাসনের ফলে খরস্রোতা নদী ভরাট হয়ে গিয়ে সৃষ্টি হয়েছে ফসলের মাঠ। 

পাটেশ্বরী নদীটি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়ন থেকে বলাইশিমুল ইউনিয়নের বসুর বাজার হয়ে নওপাড়া ইউনিয়নের বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। সারা বছরই এই নদীতে বাঁশ দিয়ে বাঁধ দিয়ে এক শ্রেণির প্রভাবশালী অমৎস্যজীবী নদী দখল করে মাছ ধরেন। তাদেরকে উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, থানা পুলিশ বার বার নোটিশ দিয়ে বাঁধ না দেওয়ার জন্য তাগিদ দিলেও তা কোন কাজেই আসছেনা। কিছুদিন আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নদীর বাঁধ অপসারণ করেন। কিন্তু একদিন যেতে না যেতেই এই বাঁধ আবার নির্মান করে অমৎস্যজীবীরা।

নদীর দুই পাশের কৃষকরা জানান, এই নদীর পানি দিয়ে সারা বছর নিত্য প্রয়োজনীয় কাজ করা যেত। এছাড়া বোরো ফসলের মাঠে সেচকার্য পরিচালনা করার ব্যাপারে কোন চিন্তাই করতে হতো না। এই নদীতে সারা বছরই প্রকৃত মৎস্যজীবীরা অর্থাৎ জেলে সম্প্রদায়ের লোকজন মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারত। কিন্তু এখন প্রভাবশালী অমৎস্যজীবীদের চাপের মুখে তারা নদীতে মাছ ধরতে পারেন না। ফলে প্রকৃত মৎস্যজীবীরা এখন বেকার। নদীতে ময়লা আবর্জনা ফেলা সহ স্থানে স্থানে বাঁধ দেওয়ার ফলে নদীর শ্রোত কমে গিয়ে এখন প্রায় ভরাট হয়ে গেছে। এই জমির দখল নিয়ে একটি প্রভাবশালী চক্র নদীর বুকে তৈরি করেছে ফসলের মাঠ।

কেন্দুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, নদীটি ভরাট হয়ে যাওয়ায়, এই নদীতে মাছ ধরা যাচ্ছেনা। নদীটি খনন করার যথেষ্ঠ প্রয়োজনীয়তা আছে বলে তিনি দাবী করেন।

এদিকে কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ খবিরুল আহসান বলেন, নদীর ভিতরে ব্যক্তি মালিকানা কোন জায়গা নেই।

যারা এই জমি দখল করে চাষাবাদ করছেন, তাদের জানা দরকার এই নদী সরকারের। সকল জনগনের এই নদী ব্যবহারের অধিকার রাখেন। তিনিও পাটেশ্বরী এই নদীটি জরুরী ভাবে খনন করা হলে কৃষক সহ সকল শ্রেনী পেশার মানুষের অনেক উপকারে আসবে।

(এসবি/এসপি/মার্চ ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test