E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাস্তায় নির্মাণ সামগ্রী, ১০ জনের জরিমানা

২০২১ মার্চ ০৯ ১৭:১৩:১৫
রাস্তায় নির্মাণ সামগ্রী, ১০ জনের জরিমানা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের বিভিন্ন রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ১০ ব্যক্তিকে ৫৩ হাজার ২ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে শহরের কাচারিপাড়ায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন ইউএনও ফরিদা ইয়াসমীন।

তিনি জানান, শহরের বিভিন্ন রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করছেন স্থাপনা নির্মাতারা। নিয়ম উপেক্ষা করে রাস্তায় যত্রতত্র নির্মাণসামগ্রী পড়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সেই সঙ্গে বাড়ছে সড়ক দুর্ঘটনাও। জনসাধারণের এই দুর্ভোগ লাঘবে আজ সকালে কাচারিপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ ও দণ্ডবিধি ১৮৬০ এর আওতায় ১০টি মামলায় ১০ জনকে ৫৩ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, এই আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। তাই রাস্তায় বাঁধা সৃষ্টি করে নির্মাণসামগ্রী না রাখার জন্য শহরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

(আরআর/এসপি/মার্চ ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test