E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাওয়ায় ফেরি চলাচল বিঘ্ন, আটকা শত শত যান

২০১৪ আগস্ট ২৬ ১৭:৩৬:৩৬
মাওয়ায় ফেরি চলাচল বিঘ্ন, আটকা শত শত যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি : নদীতে প্রবল স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। টানা আট দিন এ অবস্থা চলছে। দুপারে আটকা পড়েছে আড়াই শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, প্রবল স্রোতের কারণে তিনটি ফেরি এখনও চালানো যাচ্ছে না। ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে ১৩টি। প্রবল স্রোতের সাথে পাল্লা দিয়ে চলার মত প্রয়োজনের তুলনায় ফেরি কম থাকায় যানবাহন পারাপারে সাময়িক সমস্যা হচ্ছে।

জানা গেছে, কাওড়াকান্দি থেকে ১৩ কিলোমিটার দূরত্বের মাওয়া পৌঁছতে সময় লাগছে এখন তিন থেকে পাঁচ ঘন্টা। স্রোতের সাথে পাল্লা দিয়ে এই ফেরিগুলোও স্বাভাবিক গতিতে চলতে পারছে না। তাই এখনও দুপারে পারাপারের অপেক্ষায় যানবাহন আটকা পড়ছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

গত ১৯ আগস্ট রাত পৌনে ৯টায় আকস্মিক ৩ নম্বর রোরো ফেরিঘাটটি বিলীন হয়ে যায়। এতে মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বাধাগ্রস্ত হয়। ৪৬ ঘণ্টা পরে রোরো ফেরিঘাট ২ নম্বর ঘাটে স্থানান্তর করে সার্ভিস সচল রাখা হয়। কিন্তু ২ নম্বর ঘাটের সাধারণ ফেরির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিলীন হওয়ায় ঘাটের প্রায় ১২০ গজ দূরে স্পিডবোট ঘাটের পাশে স্থাপন করা নতুন ৩ নম্বর ঘাট রবিবার সন্ধ্যায় সাধারণ ফেরির জন্য সচল করা হয়।

(ওএস/এটিআর/আগস্ট ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test