E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মামলা তুলে না নেয়ায় বাদীকে ফাঁসাতে আসামির দোকানে আগুন!

২০২১ মার্চ ১২ ১৫:১৫:১০
মামলা তুলে না নেয়ায় বাদীকে ফাঁসাতে আসামির দোকানে আগুন!

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সভাপতিসহ তার সহযোগীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা হুমকি দিয়ে তুলে নিতে না পারায় বাদীকে ফাঁসাতে কারাবন্দি আসামির ব্যবস্যা প্রতিষ্ঠান আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাউখালি মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলী ছেলে আব্দুল আজিজ জানান, তার সঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের পাউখালি নামকস্থানে পাঁচ শতক জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। ২০১৯ সালের ৩ জানুয়ারি ওই জমি দখল নিতে যুবলীগ নেতা নাজমুল ইসলাম ও তার সহযোগীরা তাকেসহ ছেলে সুমন পুত্রবধু রেহেনাসহ পরিবারের সদস্যদের মারপিট করে পাউখালি মোড়ে অবস্থিত এ আলী ক্লিনিকের নীচে নিয়ে কয়েকটি অলিখিত নন জুডিশিয়াল কাগজে সাক্ষর করিয়ে নেয়। তাকে উচ্ছেদ করতে ওইদিন রাতে তার ঘরে আগুন লাগিয়ে দেয়।

এ ঘটনায় থানা মামলা না নেওয়ায় তিনি বাদি হয়ে নাজমুল ইসলাম, যুবলীগের একাংশের সভাপতি সাবেক সেনা সদস্য সালাহউদ্দীন, যুবলীগ কর্মী আব্দুল মজিদ, আব্দুল লতিফ, সাবেক সেনা সদস্য ফিরোজ আলী, ছোটো নাজমুল, হোসেন আলী, লিটন ও আব্দুল লতিফের নাম উল্লেখ করে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন। বিচারিক হাকিম বিলাস কুমার মণ্ডল শুনানী শেষে ওই বছরের ২০ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। কালিগঞ্জ থানার উপপরিদর্শক জিয়ারত আলী আদালতে ঘটনা সম্পর্কে মনগড়া প্রতিবেদন দাখিল করায় তিনি আদালতে নারাজির আবেদন জানান। বিচারক নারাজির আবেদন আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। বিচার বিভাগীয় তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সকল আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।

আব্দুল আজিজ আরো জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর পেয়ে আসামীরা মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেওয়ায় তিনি ২০১৯ সালের ৫ মার্চ থানায় ২২৩ নং সাধারণ ডায়েরী করেন। গত মঙ্গলবার রাতে পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তারি পরোয়ানা মামলার আসামী হোসেন আলীকে গ্রেপ্তার করে। এতে আরো ক্ষিপ্ত হয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের ফাঁসাতে জেল হাজতে থাকা হোসেন আলীর ‘মোজাহিদ ফার্ণিচার’ নামক ব্যবসায়ি প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে আগুণ লাগানোর নাটক মঞ্চস্ত করা হয়। যুবলীগ নেতাদের প্রভাবে রাতেই উপপরিদর্শক সঞ্জীব সরকারের নেতৃত্বে পুলিশ তাকেসহ তার পরিবারের কয়েক সদস্যকে থানায় নিয়ে আটকে রাখে।

জানতে চাইলে উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার প্রতিপক্ষরা ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, এ ঘটনায় হোসেন আলীর স্ত্রী আকলিমা খাতুন ও আব্দুল আজিজ বাদি হয়ে বৃহষ্পতিবার থানায় পৃথক দু’টি অবিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/মার্চ ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test