E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৭ মার্চ শ্যামনগরে নরেন্দ্র মোদির সফরকে ঘিরে জমজমাট প্রস্তুতি

২০২১ মার্চ ১২ ২৩:৪৬:৫৩
২৭ মার্চ শ্যামনগরে নরেন্দ্র মোদির সফরকে ঘিরে জমজমাট প্রস্তুতি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আগামী ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন এবং পূজা দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে জমজমাট প্রস্তুতি চলছে মন্দির সংলগ্ন এলাকায়। নুতন রাস্থাঘাট নির্মান, একধিক হেলিপ্যাড তৈরী, মন্দির এলাকার আশেপাশে সৌন্দর্য্য বর্ধন, আলোক সজ্জা সহ চলছে নানান কাজ।এলজিইডির উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিয়ত ঘটনাস্থলে আসছেন এবং তদারকি করছেন। ইতিমধ্যে ডিজিএফআই, এনএসআই, রাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান, সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

সাতীরা জেলা পুলিশ সুপার আরো জানান, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও মোদির নিরাপত্তা দলের অগ্রবর্তী সদস্যরা সাতক্ষীরা সরজমিন ঘুরে দেখেছেন। মন্দিরের অবকাঠামো, যাতায়াত পথ, নিরাপত্তাসহ সবকিছু রেকি করে গেছেন তারা। বর্তমানে সাতীরা পুলিশের গোয়েন্দা বিভাগের প থেকে ওই মন্দির এলাকায় নিরাপত্তার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে যশোরেশ্বরী কালীমন্দির ও এর আশপাশ এলাকা বিশেষ গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবরে সাতীরার শ্যামনগরে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ।

সাতীরা জেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি নকিপুর মডেল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক কৃষ্ণানন্দ মুখার্জী বলেন, নরেন্দ্র মোদির আগমন উপলে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

যশোরেশ্বরী কালীমন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জী জানান, এ মন্দিরে প্রতি বছর শ্যামা কালীপূজা অনুষ্ঠিত হয়। এ সময় মন্দির সংলগ্ন এলাকায় মেলা বসে। মেলা উপলে সব সম্প্রদায়ের মানুষেরা আনন্দ-উৎসবে একাকার হয়ে যায়। এছাড়া সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার এ মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে। এসব পূজা অর্চনায় অসংখ্য ভক্তের সমাগম ঘটে।

সাতীরায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ণ সরকার বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর আগমন উপলে আমাদের বিভাগ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

ইউএনও আবুজর গিফারী বলেন, আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ২৭ মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনের কথা রয়েছে তার। ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান। এটি একান্ন পীঠস্থানের অন্যতম একটি ঐতিহ্য। ভারতীয় প্রধানমন্ত্রীর যশোরেশ্বরী মন্দির পরিদর্শণ উপলক্ষ্যে শুক্রবার বিকেল চারটায় যশোরেশ্বরী মন্দির প্রাঙ্গনে করণীয় শীর্ষক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপমহাপুলিশ পরিদর্শক ড.খঃ মুহিতউদ্দীন, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, এলজিইডি’র অতিরিক্ত মুখ্য প্রকৌশলী ড. মঈনুল হোসেন,সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত, বিজিবি’র বুড়িগোয়ালিনি ১৭ ব্যাটালিয়নের উপাধিনায়ক লেঃ কর্ণেল মিল্টন হোসেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী নারায়ন সরকার, পল্লী বিদ্যুতের পাটকেলঘাটার জেনারেল ম্যানেজার সন্তোষ সাহা, ফায়ার সাফিস এণ্ড সিভিল ডিফেন্স এন কালিগঞ্জের সহকারি পরিচালক মোঃ নাজিমউদ্দিন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার গিফারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, যশোরেশ্বরী মন্দিরের তত্বাবধায়ক জ্যোতি চট্টোপাধ্যায় প্রমুখ। সভায় ২৭ মার্চের প্রস্তুতি সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত সকল বিভাগের প্রধানগণ তাদের কাজের ব্যাখ্যা দেন।

(আরকে/এসপি/মার্চ ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test