E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চালককে ছুরিকাঘাত করে মাইক্রোবাস ছিনতাই, ছিনতাইকারী আটক

২০২১ মার্চ ১৩ ১৬:৫৬:৫৬
চালককে ছুরিকাঘাত করে মাইক্রোবাস ছিনতাই, ছিনতাইকারী আটক

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের  ঘোড়াঘাটে চালককে ছুরিকাঘাত করে ছিনিয়ে নিয়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার এবং এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। 

আটককৃত ছিনতাইকারীর নাম কাওসার আলী (৩৫)। মাইক্রোবাসটি রংপুরের পরীগঞ্জ থানা থেকে গাড়ীটি উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত চালক লুৎফর রহমানকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোরে।

আহত চালক লুৎফর রহমান জানান, চারজন ব্যক্তি যাত্রী সেজে ঢাকার কালিয়াকৈর থেকে মাইক্রোবাস ভাড়া নিয়ে গতকাল শুক্রবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে আসে। ওই গাড়ীটি শনিবার ভোর ৪ টায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ আব্দুল্লাহ পাড়া নামক স্থানে পৌছিলে চালককে পেছন থেকে এলোপাথারী ছুরিকাঘাত করে রাস্তার পার্শ্বে ফেলে গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

আহত চালক লুৎফর রহমান (৩৫), ঢাকা জেলার কালিয়াকৈর এলাকার সাহেব মিয়ার ছেলে বলে জানা গেছে।

ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, স্থানীয় লোকজনের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়।পরে পুলিশকে বিষয়টি অবগত করি।

পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান,ওনটেষ্ট মাইক্রোবাসটি উদ্ধারসহ ছিনতাইকারী দলের সদস্য কাওছার রহমানকে আটক করা হয়েছে। কাওছার দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জে সাইফুল ইসলামের ছেলে।তার সাথে থাকা আরও ৩ জন ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত গাড়ী চালককে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাইভেটকারটি রংপুরের পীরগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

(এস/এসপি/মার্চ ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test