E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলডাঙ্গা পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট

২০১৪ আগস্ট ২৬ ১৮:৩৪:৪৮
নলডাঙ্গা পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজ কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কলিম উদ্দিনের ওপর হামলাকারী যুবলীগ নেতা কর্মীদের গ্রেফতারের দাবিতে ক্লাশ বর্জন করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে এই ধর্মঘটের ঘোষণা দেয়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। এদিকে প্রতিষ্ঠানের অচলাবস্থাসহ উদ্ভুত পরিস্থিতি নিরসনে আজ বুধবার গভর্নিং বডির এক জরুরী বৈঠক ডাকা হয়েছে। এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার কলেজ চত্বরে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও আওয়ামীলীগ নেতা কর্মীরা মানববন্ধন করে।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বহিরাগত কতিপয় সন্ত্রাসী গত এক সপ্তাহ আগে পাটুল হাপানিয়া স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি কলিম উদ্দিনকে মারপিট করে জখম করে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ গ্রেফতার করছে না। অথচ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ইতিপুর্বে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও আওয়ামীলীগ নেতা কর্মীরা দোষীদের গ্রেফতারে মানববন্ধন কর্মসুচী পালন করলেও প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না।

এই ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত তারা ক্লাশ বর্জন অব্যাহত রাখবে।
কলেজ অধ্যক্ষ আব্দুল গফুর কবিরাজ শিক্ষার্থীদের ক্লাশ বর্জনের ঘোষণার সত্যতা স্বীকার করে জানান, উদ্ভুত পরিস্থিতি নিরসনে আজ বুধবার গভর্নিং বডির এক জরুরী বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।


নলডাঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন জানান, এঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।


উল্লে­খ্য, গত ১৮ আগষ্ট কলেজ চত্বরে যুবলীগের স্থানীয় কয়েকজন কর্মী পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজ কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কলিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। ওই দিন কলিম উদ্দিন পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির কলেজ শাখার সভা শেষে স্কুল শাখার সভায় যোগ দিতে যাওয়ার সময় স্কুল চত্বরে এই হামলার শিকার হন।


(এমআর/এএস/আগস্ট ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test