E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতাক্ষীরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

২০১৪ আগস্ট ২৬ ১৮:৩৯:৫৫
সাতাক্ষীরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন মজুমদারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা- আশাশুনি সড়কের সাতক্ষীরা  প্রেসক্লাবের সামনে  এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি আমজাদ শেখ, উপদেষ্টা আব্দুর রহিম,মানবাধিকার কর্মী আঞ্জুমান আরা মমতাজ, জেলা বাস্তহারালীগের নেত্রী সাবেরা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন মজুমদার যোগদানের পর থেকে বিদ্যালয়ের লেখা-পড়ার মানসহ সার্বিক বিষয়ে ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে এবং সমাপনী পরীক্ষার ফলাফলও শতভাগ হয়েছে। একটি কুচক্রী মহল বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে ফৌজদারী মামলার আসামী রাজ্জাক তার ভাই মোনতাজ আলীকে এই বিদ্যালয়ের পিয়ন নিয়োগের জন্য প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কাছে জোর পূর্বক চাপ প্রয়োগ করেন। কিন্তু প্রধান শিক্ষক তাদের দাবি না মানায় কতিপয় ব্যাক্তিরা প্রধান শিক্ষকের অপসারণসহ বিভিন্ন কাল্পনিক অভিযোগ এনে মানববন্ধন করেন। জেলা প্রশাসক বরাবর এক লিখিত অভিযোগে ওইসব দুর্নীতিবাজ লোকজনদের গ্রেফতারের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিসহ পাঁচ শতাধিক এলাকাবাসী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় কমিটির সদস্য আনোয়ারউদ্দীন, শের আলী, আল মাহমুদ, জাফর শেখ, মনিরা বেগম, আকলিমা খাতুনসহ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবসাী।


(আরকে/এএস/আগস্ট ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test