E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘চাঁদপুর-শরীয়তপুর সেতুবন্ধনে মেঘনা সেতু বা টানেল করা হবে’

২০২১ মার্চ ১৪ ১৩:৫৪:৩৬
‘চাঁদপুর-শরীয়তপুর সেতুবন্ধনে মেঘনা সেতু বা টানেল করা হবে’

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজার এবং শরীয়তপুরের বেড়াচাক্কি এলাকায় ৮শ’ মিটার নদী তীর ভাঙন প্রতিরোধে সতর্কতামূলক প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। ১৩ মার্চ শনিবার এ কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

উদ্বোধনী বক্তব্যে একেএম এনামুল হক শামীম এমপি বলেন, চাঁদপুর-শরীয়তপুরকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় যা যা করণীয় তাই করবো। সরকারের এদিকে বিশেষ নজর রয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে। যার ফলে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। এবারে আমরা স্বপ্ন দেখছি মেঘনা সেতুর। মেঘনা নদীতে চাঁদপুর-শরীয়তপুর সেতুবন্ধনে মেঘনা সেতু বা টানেল করা হবে, যা দিয়ে রেল চলাচল করবে। আপনাদের এমপি শিক্ষামন্ত্রী মহোদয় আমার বড় বোনের মতো। আমরা দুই ভাইবোন মিলে সে স্বপ্ন বাস্তবায়ন করবো।

তিনি বলেন, গোটা বিশ্ব এখন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ম্যাজিক দেখছে। বঙ্গবন্ধুর কন্যা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন। এই করোনা মহামারীতেও তিনি সাফল্যের সাথে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব হবে। সেখানে বিশ্বনেতারা আসবেন এবং অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠাবেন।

তিনি বলেন, বিএনপি কেবল ঈদের পর, চাঁদ দেখার পর আন্দোলন করবে বলে যাচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে আন্দোলন করতে জনগণ লাগে, জনগণের সমর্থন লাগে। এই দেশের মানুষ এখন আর বিএনপিকে দেখতে পারে না। তাদের আন্দোলন মানেই সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা। তারা ক্ষমতায় থেকে এবং বিরোধী দলে থেকে শুধু মানুষ মারতে পারে, আগুনসন্ত্রাস করতে পারে, দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করতে পারে। তারা যখন ক্ষমতায় ছিলো সারাদেশের মতো চাঁদপুর-শরীয়তপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর নির্যাতন আর জুলুম করেছিলো। তাদের জুলুম-নির্যাতনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তিতে ঘুমাতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ ১২ বছর ক্ষমতায় থেকেও তাদের উপর নির্যাতন করেনি। যার ফলে বিএনপি এখনো শান্তিতে ঘুমাতে পারছে।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতি আরো বলেন, বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে জেলে গিয়েছেন। তারা অনেক চেষ্টা করেও খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দয়ায় তিনি জামিনে মুক্তি পেয়েছেন। অথচ এর পরেও বিএনপির অনেক সিনিয়র নেতা আওয়ামী লীগ এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেন। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তাদের আর ছাড় দেয়া হবে না। সীমালঙ্ঘন করলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইরা তাদের দাঁতভাঙা জবাব দিবে।

ইব্রাহিমপুর ইউনিয়নের আলুরবাজার ফেরিঘাটে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদারের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির মোল্লা এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, ঢাকা বাপাউবো’র (পূর্ব রিজিয়ন) অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশিদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাসেম খাঁন, চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া বেপারী প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাপাউবো কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ, বাপাউবো’র ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, চাঁদপুর পওর সার্কেলের (বাপাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, ফরিদপুর পওর সার্কেলের (বাপাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সহিদুল আলম, শরীয়তপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার।

এছাড়া অনুষ্ঠানে চাঁদপুর-শরীয়তপুর জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ইউ/এসপি/মার্চ ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test