E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলীতে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

২০২১ মার্চ ১৪ ১৬:৫২:০৫
আমতলীতে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ আগামী ১১ এপ্রিল। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম , মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ হাওলাদার, মোঃ শহীদুল ইসলাম মৃধা, মোঃ আখতারুজ্জামান খাঁন বাদল ও মোসাঃ সোলেহী পারভীন মালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে শনিবার দলীয় মনোনয়ন বোর্ড সভায় এ মনোনয়ন দেয়া হয়।

জানা গেছে, বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। এ লক্ষে আমতলী উপজেলায় ৩৮ জন আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শনিবার ঢাকা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলীয় মনোনয়ন বোর্ডের আহবান করেন। ওই সভায় যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলী উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ঘোষনা করেন।

উপজেলার গুলিশাখালী আমতলী পৌর যুবলীগ সহ-সভাপতি এইচএম মনিরুল ইসলাম, কুকুয়া উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠারোগাছিয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ হারুন অর রশিদ হাওলাদার, হলদিয়া উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম মৃধা, চাওড়া উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান খান বাদল ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে একমাত্র নারী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মোসাঃ সোহেলী পারভীন মালাকে মনোনয়ন দেয়া হয়।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলীয় মনোনয়ন সভায় আমতলী উপজেলায় ছয় জনকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করতে আপ্রাণ চেষ্টা করবো। উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

উল্লেখ্য, এ ছয়টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৮ মার্চ, বাছাই ১৯ মার্চ, প্রত্যাহার ২৪ মার্চ ও ভোট গ্রহণ ১১ এপিল।

(এন/এসপি/মার্চ ১৪, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test