E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুর সাব রেজিস্ট্রার অফিসের ফাইলপত্র তছনছ

২০২১ মার্চ ১৬ ১৭:৪১:১৬
জামালপুর সাব রেজিস্ট্রার অফিসের ফাইলপত্র তছনছ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসের জানালার গ্রিল কেটে চার কক্ষের ১৫টি আলমারির তালা ভেঙে ফাইলপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১৫ মার্চ) গভীর রাতে এই ঘটনা ঘটে। তবে কোনো গুরুত্বপূর্ণ ফাইলপত্র খোয়া গেছে কিনা তা নিশ্চিত করেন নি সাব-রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব হোসেন।

তিনি জানান, মঙ্গলবার সদর সাব রেজিস্ট্রার অফিসে আমার দায়িত্ব ছিল। সকালে অফিসের নৈশপ্রহরী ফোনে বিষয়টি আমাকে জানান। সোমবার রাতের কোনো এক সময়ে অফিসের চারটি কক্ষের ১৫ টি আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিম বলেন, সাব-রেজিস্ট্রার অফিসের এজলাসের একটি জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া গেছে। এই জানালা দিয়েই দুর্বৃত্তরা অফিসের ভেতরে ঢুকেছে। প্রাথমিকভাবে অফিসের বিভিন্ন কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরআর/এসপি/মার্চ ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test