E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বশেমুরকৃবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

২০২১ মার্চ ১৭ ১৪:৫৭:১৯
বশেমুরকৃবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

স্টাফ রিপোর্টার, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে  জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালিত হয়। 

বুধবার (১৭ মার্চ) সকালে প্রশাসন চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।

দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, যারা বঙ্গবন্ধু’র আদর্শ লালন ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিজেদের মেধা ও শ্রমকে আত্মনিয়োগ করবেন তারাই প্রকৃত দেশপ্রেমিক ও বঙ্গবন্ধু’র আদর্শের প্রকৃত অনুসারী। সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনে দেশের অগ্রযাত্রায় সামিলের মাধ্যমেই বঙ্গবন্ধু ও শহীদের আত্মা শান্তি পাবে। তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।

আলোচনায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানসূচির মধ্যে আরো ছিল: বঙ্গবন্ধু’র জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া, বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে অনলাইনে বঙ্গবন্ধু’র কৃষি দর্শন ও একুশ শতকের বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা।

জন্মদিনের অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

(এস/এসপি/মার্চ ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test