E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটখিলে ‘বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার’ নিহত

২০১৪ আগস্ট ২৭ ১২:৩৭:৪২
চাটখিলে ‘বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার’ নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি- নিহত খোরশেদ আলম ডাকাত দলের সর্দার ছিলেন। তার নামে বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে।

উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা সড়কের হারুন ব্রিকপিল্ড এলাকায় মঙ্গলবার রাত ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি এলজি ও চারটি ছুরি উদ্ধার করে।

নিহত খোরশেদ আলম (৪২) উপজেলার বদলকোর্ট ইউনিয়নের দক্ষিণ বদলকোর্ট গ্রামের আব্দুর রশিদের ছেলে।

চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার নারায়ণগঞ্জ উপজেলার রুপগঞ্জ এলাকা থেকে খোরশেদ ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার রাতে তার দেওয়া তথ্যমতে চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানকালে হারুন ব্রিকপিল্ড এলাকায় আগে থেকে উৎ পেতে থাকা খোরশেদের সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। তিনি আরও জানান, গোলাগুলির এক পর্যায়ে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে তার সন্ত্রাসী বাহিনীরি গুলিতে খোরশেদ গুলিবিদ্ধ ও চার পুলিশ সদস্য আহত হন। পরে খোরশেদকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খোরশেদের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ওসি আরও জানান, নিহত খোরশেদ ডাকাতের বিরুদ্ধে থানায় ১০-১২টি হত্যা, অস্ত্র আইন ও ডাকাতিসহ ২৯টি মামলা রয়েছে। সর্বশেষ চলতি বছরের গত ২০ মে মঙ্গলবার ভোরে চাটখিল পৌরসভার বদল কোর্ট সড়কের পৌর নতুন শপিং কমপ্লেক্স সংলগ্ন হাজী বাড়ির সামনে ও পরকোর্ট ইউনিয়নের দশঘরিয়া এলাকায় দুলাল এবং কামাল নামের দুই শ্রমিক হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি খোরশেদ।

(ওএস/এইচআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test