E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমে উঠেছে নওগাঁ স্বর্ণ ব্যবসায়ীদের নির্বাচনী প্রচারনা

২০১৪ আগস্ট ২৭ ১৩:০৫:১৭
জমে উঠেছে নওগাঁ স্বর্ণ ব্যবসায়ীদের নির্বাচনী প্রচারনা

নওগাঁ প্রতিনিধি : আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জুয়েলার্স সমিতি, নওগাঁ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। জেলা সদরসহ ১১ উপজেলার প্রত্যন্ত এলাকাতেও সমিতির সদস্য স্বর্ণ ব্যবসায়ী ভোটার ও প্রার্থীরা নির্বাচনী প্রচারনা নিয়ে উৎসবে মেতে উঠেছেন। শহরের স্বর্ণপট্টি, হোটেল পট্টি ছাড়াও জেলার ১১ উপজেলার বিভিন্ন রাস্তা ও অলিতে-গলিতে রঙ্গিন ব্যানারে ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে। যেন মনোরম সাজে সেজেছে শহরের স্বর্ণকার পট্টি।

সমিতির ১৫টি পদে এবার দু’টি প্যানেলে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন, সমিতির সাবেক সাধারন সম্পাদক নিউ আল-আমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ মামুনুর রশিদ মামুন ও বর্তমান সাধারন সম্পাদক প্রামানিক জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ আবু সাঈদ রাজু। এই মামুন এবং রাজুর নেতৃত্বে দুটি প্যানেলে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। বিভিন্ন পদে যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম জুয়েল ও তোফাজ্জল হোসেন শফি, সহ-সভাপতি পদে শিশির কুমার দাস ও এসএম রেজাউল হক, সাধারন সম্পাদক পদে মোঃ রইচ উদ্দিন ও শ্রী গৌতম দাস, সহ-সাধারন সম্পাদক (২টি) পদে মিরাজুল আলম মিরাজ, রফিকুল ইসলাম রফিক, গোলাম মোস্তফা মিলন ও অনুপ কুমার কুন্ডু মিঠু, কোষাধ্যক্ষ পদে অধীর চন্দ্র কর্মকার ও গৌর সাহা, সাংগঠনিক সম্পাদক পদে শরিফুল ইসলাম ও মাযহারুল ইসলাম হীরা, ক্রীড়া সম্পাদক পদে গোলাম মোস্তফা তাতু ও ইমতিয়াজ রানা এবং কার্যকরী সদস্য পদে আবুল কালাম আজাদ, এনামুল শেখ, মোস্তফা কামাল, মাহবুব আলম, সাইদুর রহমান, শরিফুল ইসলাম রতন, আবুল কালাম আজাদ, ফারুক আহম্মেদ, বিকাশ কুমার হালদার বাবু, সুশীল কুমার সরকার ও মোঃ বকুল হোসেন।

(বিএম/এইচআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test