E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেলান্দহে জমি নিয়ে বিরোধে হামলা ভাংচুর, আহত ৩

২০২১ মার্চ ১৮ ১৬:৪৪:৪৩
মেলান্দহে জমি নিয়ে বিরোধে হামলা ভাংচুর, আহত ৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আটবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরাধের জের ধরে বরুজ বেপারির বাড়িঘরে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনজন আহত হয়েছেন।

বরুজ বেপারি অভিযোগ করেন, আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ল দীর্ঘদিন ধরে একই এলাকার কালু বেপারির ছেলে নূর ইসলামের সাথে বিরোধ চলছে। ১৫ মার্চ সোমবার বিকেল ৩টার দিকে কালু বেপারির ছেলে নূর ইসলাম, মধু বেপারি, কুদ্দুস বেপারিসহ মজিবরের নেতৃত্বে প্রায় ২০ জন সন্ত্রাসী আমার বাড়িঘরে হামলা চালিয়ে ঘরের সকল জিনিসপত্র ভাংচুর করে নগদটাকাসহ মালামাল লুটে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

পুলিশ একজনকে গ্রেফতার করলেও একটি ফোন এলে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এ সময় ফিরোজকে একা পেয়ে মারধর করে সন্ত্রাসীরা। গুরুতর আহত ফিরোজ মেলান্দহ স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন রয়েছেন। সবুজ বেপারিসহ অপর দুজন বাড়িতে চিকিৎসা নিয়েছেন।

এই জমি নিয়ে কোর্টে একটি মামলাও করেছি আমি। এরপরও বাড়িঘরে সন্ত্রাসীরা তান্ডব চালিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

আহত ফিরোজ বলেন, আমি বাড়ির মধ্য একা দাঁড়িয়ে ছিলাম। কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা আমার ওপর এলোপাতারি হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হই।

স্থানীয় মেম্বার হালিম উদ্দিন শেখ বলেন, এদের দুপক্ষের বিরোধ মিল করার চেষ্টাও করেছি কিন্তু করতে পারিনি। সোমবার বিকেলে বরুজ বেপারির বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার খবর পেয়ে আমি দেখতে গিয়েছি। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

হামলাকারী নূর ইসলাম হামলার ঘটনা চেপে রেখে বলেন, আমরা ওখানে হামলা করিনি। তারা নিজরাই ভাংচুর করে আমাদের নাম দিচ্ছে। এ বিষয়ে আমরা কিছু জানি না।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ময়নুল ইসলাম বলেন, ঘটনাটি আমি জানি। সেখানে পুলিশও পাঠিয়েছিলাম। কিন্তু ভুক্তভোগী পরিবার মামলার জন্য থানায় আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(আরআর/এসপি/মার্চ ১৮, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test