E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

২০২১ মার্চ ২১ ১৬:৪২:৩৪
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : ‘মাস্ক পড়ার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও জন সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২১ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির।

এসময় পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর হতে বের হতেই নাকে মুখে মাক্স পড়তে হবে। সাবান দিয়ে ঘনঘন হাত ধুতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। জনসমাগম বা ঝুঁকিপূর্ণ জায়গায় গেলে সেখান থেকে বাসায় ফিরে কাপড় খুলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য তিনি নগরবাসীকে আহবান জানান।

এসময় জিএমপি’র অতিরিক্ত কমিশনার এসএম বরকত উল্লাহ রহমান, জিএমপি’র উপ-কমিশনার ক্রাইম জাকির হাসান, উপ-কমিশনার ইলতুৎ মিস, গাজীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকারসহ জিএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

(এস/এসপি/মার্চ ২১, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test