E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে মাস্ক নিয়ে পুলিশের নয়দিনের কর্মসূচি 

২০২১ মার্চ ২১ ১৭:১৪:৩৬
জামালপুরে মাস্ক নিয়ে পুলিশের নয়দিনের কর্মসূচি 

জামালপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের বিস্তার রোধে মাস্ক নিয়ে মাঠে নেমেছে জেলার পুলিশ প্রশাসন। রবিবার (২১ মার্চ) সকালে শহরের ফৌজদারি মোড় এলাকায় 'মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ' প্রতিপাদ্যে এই মাস্ক বিতরণ ও পথসভার আয়োজন করে পুলিশ।

সাধারণ মানুষজনকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে ৯ দিনের এই কর্মসূচি উদ্বোধন করেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ।

তিনি জানান, দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে বাংলাদেশ পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। করোনা থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। জোর করে বা জরিমানা করে নয়, জেলা পুলিশের পক্ষ থেকে প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে। আগামি ৯ দিন মাস্ক বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

পথসভা শেষে পথচারী ও বিভিন্ন পরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ।

(আর/এসপি/মার্চ ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test