E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরের নালিতাবাড়ীতে তিন হোটেলকে জরিমানা

২০১৪ আগস্ট ২৭ ১৬:২৮:২৮
শেরপুরের নালিতাবাড়ীতে তিন হোটেলকে জরিমানা

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী শহরের তিন হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পচা, বাসি, খোলা ও দুর্গন্ধময় রান্না করা খাবার পরিবেশনের অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে। ২৭ আগস্ট বুধবার দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত নালিতাবাড়ীর ইউএনও (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আক্তার-এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে শহরের নালিতাবাড়ী বাজার এলাকার হোটেল জেরিনকে ২ হাজার টাকা, তারাগঞ্জ উত্তর কাচা বাজার এলাকার হোটেল মোহাম্মদ আলীকে এক হাজার টাকা ও হোটেল শাহজালালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে থাকা নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রশিদ জানান, অভিযানকালে নালিতাবাড়ী শহরের ওইসব হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে পচা, বাসি, খোলা ও দুর্গন্ধ রান্না করা খাবার পরিবেশন করার অভিযোগে ১৮৬০ সালের দন্ডবিধি ২৭৩ ধারায় মামলা দিয়ে তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করা হয় ।

(এইচবি/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test