E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় স্বাস্থ্যসেবা শীর্ষক অবহিতকরণ সভা

২০২১ মার্চ ২২ ১৭:০৮:২৪
পাথরঘাটায় স্বাস্থ্যসেবা শীর্ষক অবহিতকরণ সভা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভলপমেন্ট (পিএইচডি) এর আয়োজনে সোমবার বেলা ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভলপমেন্ট (পিএইচডি) এর টিম লিডার মুহাম্মদ এহসানুল হক, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, পিএইচডি'র উপজেলা সমন্বয়কারী মৃগেন্দ্র কুমার তালুকদার প্রমূখ।

অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন পিএইচডি'র বরিশাল বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী মোমেন খান। ওই সভায় ভার্চুয়ালে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পিএইচডির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম।

সভায় স্বাগত বক্তব্যে পিএইচডি'র বরিশাল বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী মোমেন খান বলেন, পাথরঘাটায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে জনসাধারণকে নিয়ে কাজ করা হবে। এতে স্বাস্থ্য বিভাগের সকল বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।

(এটি/এসপি/মার্চ ২২, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test