E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেলান্দহে স্বাভাবিক প্রসব সেবা জোরদারে আলোচনা সভা

২০২১ মার্চ ২৩ ১৭:১৬:১০
মেলান্দহে স্বাভাবিক প্রসব সেবা জোরদারে আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বাভাবিক প্রসব সেবা জোরদারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় মির্জা আজম অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি বেগম সাহান আরা বানু।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক কবীর উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. ফাহমিদা সুলতানা, উপপরিচালক (জামালপুর) ডা. সাজদা-ই-জান্নাত, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেলান্দহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক, সাবেক মেলান্দহ পৌরমেয়র হাজী দিদার পাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো. জিন্নাহ মিয়া প্রমুখ।

(আরআর/এসপি/মার্চ ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test