E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাল্লায় হিন্দু গ্রামে হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিক্ষোভ 

২০২১ মার্চ ২৩ ১৮:১৬:০৪
শাল্লায় হিন্দু গ্রামে হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিক্ষোভ 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীঘর ভাংচুর, লুটপাটসহ সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রতিবাদে দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে দাড়ীয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।

মানবন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র আহব্বায়ক আনন্দ কুমার গুপ্তা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র আহব্বায়ক জয়রাম প্রসাদ, পূজাঁ উদর্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র সদস্য সচিব ধিমান চন্দ্র সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সদস্য অনিল চন্দ্র সরকার, রুমি বালা, প্রার্থনা রানী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই স্বাধীন বাংলাদেশ রক্ত দিয়ে কেনা,আজ সেই দেশে যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতন করা হচ্ছে তা কারও কাম্য নয়। এ ধরণের সহিংসতা মেনে নেওয়া যায় না। আমরা সংখ্যালঘুরা আজ নিজেদের বাড়িঘর এবং প্রাণ রক্ষায় রাস্তায় নেমেছি।

তারা বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীঘর ভাংচুর, লুটপাটসহ সাম্প্রদায়িক হামলা করা হয়েছে, এর তীব্র প্রতিবাদের সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা।

(এস/এসপি/মার্চ ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test