E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পানি সরবরাহ বন্ধ!

২০২১ মার্চ ২৪ ১৩:৩৮:০২
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পানি সরবরাহ বন্ধ!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল পর্যন্ত পানি সরবরাহ চালু না হওয়ায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে। এ নিয়ে পৌরসভার পানি সরবরাহের পাইপ নষ্ট হওয়ায় এমন ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

জানা গেছে, রবিবার (২২ মার্চ) থেকে টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহকৃত পাইপ লাইন নষ্ট হওয়ায় হাসপাতালের অপারেশন বিভাগ (ওটি) ও সাধারণ ওয়ার্ডগুলোতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি সরবরাহ বন্ধ হওয়ায় পরবর্তীতে বাইরে থেকে বালতি দিয়ে পানি এনে চিকিৎসকদের অপারেশন কার্যক্রম চালাতে হচ্ছে। এছাড়া রোগীদেরও বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে।

জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, হাসপাতালে পানি সরবরাহ বন্ধ হওয়ায় চরম ভোগান্তি হচ্ছে তাদের। ফলে হাসপাতালের টয়লেটে প্রস্রাব-পায়খানা করা যাচ্ছে না।

হাসপাতালের ৭নং ওয়ার্ডের ভর্তি রোগী হামিদা বেগম বলেন, গত দুইদিন যাবৎ হাসপাতালে পানি পাওয়া যাচ্ছেনা। এতে চরম সমস্যা হচ্ছে তাদের। এতে পয়ঃনিষ্কাশনসহ খাবার পানির সংকট তৈরি হয়েছে। ছাবিনা বেগম বলেন, চরম কষ্ট হচ্ছে পানি না থাকায়।

হাসপাতালের আয়া সালেহা খাতুন বলেন, হাসপাতালে ওয়ার্ডে পানি সরবরাহ না থাকায় টয়লেটের ভিতর টিস্যুর স্তুপ তৈরি হয়েছে। এর ফলে রোগী ও অপারেশন বিভাগে চিকিৎসা ব্যাহত হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, রোববার সন্ধ্যায় জানতে পেরেছি হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে অপারেশন বিভাগে চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। বাইরে থেকে বালতি দিয়ে পানি এনে ওটিতে কাজ করতে হচ্ছে। পৌরসভার পানি সরবরাহের পাইপটি নষ্ট হওয়ায় এমন দুর্ভোগে পরেছেন তারা। এবিষয়ে পৌরসভা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি বিকল্পভাবে পানি সরবরাহ করতে গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে।

টাঙ্গাইল গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) নির্বাহী প্রকৌশলী আল আমিন মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, পৌরসভার পাইপ লাইন নষ্ট হওয়ার ফলে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। খুব দ্রুতই বিকল্প প্রদ্ধতিতে হাসপাতালে পানি সরবরাহ শুরু হবে।

(আরকেপি/এসপি/মার্চ ২৪, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test