E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

২০১৪ আগস্ট ২৭ ১৮:৪০:০৭
চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার দরাপপুর বিলে নৌকায় খড় আনতে যাবার সময় বুধবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। একই ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে।

নিহত কাদের উপজেলার নুরনগর গ্রামের তাজেল প্রামানিকের ছেলে।

আহতরা হলেন, নূরনগর গ্রামের ছকির প্রাং এর ছেলে সৈয়দ আলী (৩৬), লূৎফর আলীর ছেলে শিমুল (২৩), আজিজুল হকের ছেলে জাইদুল ইসলাম (৩৮), দুখু প্রাং এর ছেলে রাজু আহম্মেদ (৩২) ও শাহনগর গ্রামের সাবান আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৩৫)।

আহতরা জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নুরনগর থেকে স্যালো ইঞ্জিন চালিত নৌকায় নিয়ে গো-খাদ্য (খড়) আনতে রুকশী যাচ্ছিল। নৌকার ছইয়ের উপর ৮ জন বসে ছিল। হান্ডিয়াল দরাপপুর (ভাঙ্গা বাঁধ) বিলে মধ্যে দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের স্পর্শে কাদের ঘটনাস্থলেই মারা যায়। এসময় নিহত ও আহতের নিয়ে নৌকার মাঝি মির্জাপুরে ঘাটে আনে। পরে আহতদের চাটমোহর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

(এসএইচএম/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test