E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ি উপজেলায় ৩২ জন এনথ্রাক্স রোগে আক্রান্ত

২০১৪ আগস্ট ২৭ ২০:০০:০০
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ি উপজেলায় ৩২ জন এনথ্রাক্স রোগে আক্রান্ত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর আমবাড়িয়া গ্রামে ১৫ জন ও ধনবাড়ি উপজেলার উত্তর নরিল্লা ও সান্দালপুর গ্রামে ১৫ জন মোট ৩২ জন লোক এনথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে পড়েছে। গরু জবাই করে মাংস কাটা ও ধোয়ার কাজ যারাই করেছে তারা এ রোগ আক্রান্ত হয়ে পড়ে।

এ অবস্থায় দুইটি উপজেলায় ওই গ্রামগুলোতে এনথ্রাক্স আতংক দেখা দিয়েছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা সহ এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

মধুপুর উপজেলা আমবাড়িয়া গ্রামের এনথ্রাক্স আক্রান্ত রহমত আলী জানান, গত ১৮ আগষ্ট মধুপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে আজাদ নামের এক ব্যাক্তির একটি গরু হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। গরুটি এলাকার লোকজন কিনে তা জবাই করে মাংস ভাগ করে নেয়। এই গরু মাংস কাটা ও ধোয়ার কাজ যারা করে তাদের মধ্যে পরবর্তীতে এনথ্রাক্স রোগ দেখা দেয়। বিষয়টি প্রথমে তারা বুঝতে না পারলেও ছয় থেকে সাতদিন পর শরীরের বিভিন্ন অংশে পচন ধরে। গত রোববার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসা দেয়া হয়। আক্রান্তরা হলেন, গরু বিক্রেতা আজাদ, একই এলাকার আনোয়ার, রহমত এদের হাতে পচন ধরেছে। এদিকে যারা গরুর মাংস রান্না করে খেয়েছে তারা কেউ আক্রান্ত হয়নি। তবে প্রতিদিনই নতুন করে ২/১জন আক্রান্ত হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ছে।

এদিকে ধনবাড়ি উপজেলার উত্তর নরিল্লা ও সান্দালপুর গ্রামে অন্ততঃ ১৭ জন এনথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে পড়েছে। নরিল্লা গ্রামের আব্দুল বাছেদ মিয়ার ২টি অসুস্থ্য গরু জবাই করে ভাগা দিয়ে ১৫০টাকা দরে মাংস বিক্রি করে। একই উপজেলার সান্দালপুর গ্রামে আব্দুল হামিদের বাড়িতে একটি অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি করে। আর এই অসুস্থ্য গরুর মাংস কাটা, ধোয়া ও রান্নার কাজ করেছে তারাই আক্রান্ত হয়ে পড়েছে। নবিরন, হরুন, হানিফ, বেল্লাল হোসেন, ছকিনা (৭Ñ) নজরুল ১২) হালিম, হালিম, জবেদা প্রমুখ।

এদিকে এনথ্রাক্স আক্রান্তদের চিকিৎসাসহ এ ব্যাপারে একটি ৩ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ সৈয়দ ইবনে সাঈদ। এনথ্রাক্স নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শ করে আক্তান্তদের চিকিৎসার খোজ খবর নিয়েছেন।

(এমএনউ/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test