E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

২০১৪ আগস্ট ২৭ ২০:৪৪:১৯
কলাপাড়ায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : দুরত্ব মাত্র দুই কিলোমিটার। কিন্তু দুই ঘন্টায়ও দূর্ঘটনাস্থলে পৌছতে পারেনি কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের দায়িত্বে অবহেলার কারনে আগুনে পুড়ে গেছে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের চার লক্ষাধিক টাকার মালামাল।

বুধবার ভোরে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের পশুহাসপাতাল সড়কে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সংবাদ পেয়ে প্রায় ১৯ কিলোমিটার দূরে পাশ্ববর্তী আমতলী উপজেলা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা কলাপাড়ায় আসলেও আসেনি কলাপাড়ার ফায়ার সার্ভিস ষ্টেশনের কোন কর্মী। এতে বিক্ষুদ্ধ মানুষ আমতলীর ফায়ার সার্ভিস ষ্টেশনের গাড়িতে হামলা চালায়। এতে ফায়ারম্যান মো. জুয়েল ও মো. হেমায়েত হোসেন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর রাতে পশু হাসপাতাল সড়কে সোহেল তালুকদারের পেট্রোলের দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পাশের ঔষধের দোকানে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক কলাপাড়া ফায়ার সার্ভিস অফিসে ফোন করলেও তারা না আসায় স্থানীয়রা প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ্যদের অভিযোগ আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হলেও তারা না আসায় ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আঃ খালেক জানান, তাদের গাড়ির ফুয়েল পাম্পে সমস্যার কারনে দূর্ঘটনাস্থলে যেতে পারেন নি। আর তাদের বিকল্প যান নেই। ইচ্ছাকৃতভাবে দূর্ঘটনাস্থলে তারা যায়নি এটা ঠিক না।

(এমকেআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test