E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢামেক থেকে চুরি যাওয়া নবজাতক গাজীপুরে উদ্ধার

২০১৪ আগস্ট ২৮ ১১:০৬:৫৩
ঢামেক থেকে চুরি যাওয়া নবজাতক গাজীপুরে উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টায় নবজাতককে উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে দুই ছেলেসন্তানের জন্ম দেন রাজধানীর মোহাম্মদপুরের এফ ব্লকের জহুরি মহল্লার বাসিন্দা রুনা আক্তার।

পরদিন ২১ আগস্ট কান্না থামানোর নাম করে অপরিচিতা এক নারী রুনার কাছ থেকে একটি শিশুকে কোলে নিয়ে ওয়ার্ডে হাঁটাহাঁটি করছিলেন। এর পর থেকে ওই নবজাতক নিখোঁজ ছিল।

শিশু চুরির ঘটনায় ওই দিনই হাসপাতালের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন এবং শাহবাগ থানায় একটি ‍মামলা দায়ের করা হয়।

পরে নবজাতক চুরির দায় স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ২৬ আগস্ট দুপুর ১২টায় হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান নবজাতক চুরির দায় স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এদিকে বুধবার এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দেওয়া হয় ও চার সপ্তাহের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

এ ছা‍ড়া তদন্ত চলাকালে ওই শিশুর পরিবারকে নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়ে ২০ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানায় আদালত।

(ওএস/এইচআর/আগস্ট ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test