E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খবরটি ছিল মহেশপুরের ‘হট কেক’

২০২১ এপ্রিল ০৫ ১৮:২১:১২
খবরটি ছিল মহেশপুরের ‘হট কেক’

ঝিনাইদহ প্রতিনিধি : দৈনিক বাংলা ৭১ সহ বিভিন্ন পত্রিকায় “একদিনে সাড়ে ১১ বিঘা জমি কিনে আলোচনায় এক নাইটগার্ড” শীর্ষক খবর প্রকাশের পর রবিবার (৪ মার্চ) মহেশপুর টক অব দ্যা টাউনে পরিণত হয়। সকালে পত্রিকা পৌছানোর পর কাড়াকাড়ি পড়ে যায়। মুহুর্তের মধ্যে পত্রিকা শেষ হয়ে যায়। ফলে অনেককে ফটোকপি করে পড়তে দেখা গেছে। এক কথায় বলা যায় খবরটি ছিল হট কেক। তখন বেলা সাড়ে ১২টা। 

মহেশপুর শহরের সুমন ক্লিনিকের নিচে চায়ের দোকানে পত্রিকার নিউজ নিয়ে সরব আলোচনায় মেতে ওঠেন সাধারণ মানুষ। একজন নাইট গার্ডের উত্থান নিয়ে তারা প্রশ্ন তোলেন। চুন্নিরাইট এলাকার মধ্যবয়সী এক ব্যবসায়ী পত্রিকা পড়তে পড়তে বলে ওঠেন, মহেশপুর সাবরেজিষ্ট্রি অফিস কি তাহলে মগের মুল্লুকে পরিণত হলো ? তার কথায় সাই দেন পাশের মুদির দোকানী ও কিছু পথচারি। নাইটগার্ট তরিকুলের গ্রামের বাড়ি নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের মানুষ তার এই কালো সম্পদ অর্জনের খবরে হতবাক। সেজিয়া গ্রামের মানুষ পত্রিকা ও নেট দুনিয়ায় তরিকুলের কোটিপতি হওয়ার খবরটি পড়েছেন আগ্রহ ভরে।

এ নিয়ে তাদের নানা নেতিবাচক মন্তব্য প্রকাশিত হয়েছে ফেসবুকে। এদিকে সকাল থেকেই নাইটগার্ড তরিকুল অফিসে আসলেও আশপাশ দিয়ে ঘুরেছেন। তাকে দলিল লেখকদের সেরেস্তায় বসে থাকতে দেখা যায়। সাবরেজিষ্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য শৈলকূপায় অতিরিক্ত দায়িত্ব পালন করায় অফিস ছিল ফাঁকা। উপজেলা পরিষদ চত্বরে পত্রিকার নিউজ নিয়ে আলোচনা করতে দেখা যায় সবশ্রেনী পেশার মানুষকে। দীর্ঘদিন নির্যাতিত মানুষ পত্রিকার নিউজে যেন হাফ ছেড়ে বাঁচে। ঝিনাইদহ থেকে যাওয়া একজন গনমাধ্যম কর্মী মহেশপুর সাব-রেজিষ্ট্রি অফিসের সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হন দৈনিক বাংলা ৭১ পত্রিকার সঙ্গে।

তিনি জানান, একজন নাইট গার্ডের মুখোশ খুলে দেওয়ায় শহরের মানুষ খুব খুশি। এই সাহসী নিউজটি অনেক আগেই মহেশপুরের সাংবাদিকদের করা উচিৎ ছিল বলে মত দেন উপজেলা পরিষদে নানা কাজে আসা সাধারণ মানুষ। কিন্তু তারা করেন নি। ফলে ২০ বছর ধরে জমি রেজিষ্ট্রিতে অতিরিক্ত টাকা দিতে দিতে ফতুর জমি কেনাবেচার সঙ্গে জড়িতরা। সংবাদ প্রকাশের পর দুর্নীতিবাজ নাইটগার্ড তরিকুলের বরখাস্ত ও তার উচ্ছিষ্টভোগীদের আইনের আওতায় আনার দাবী উঠেছে।

উল্লেখ্য গত রবিবার দৈনিক বাংলা ৭১ পত্রিকায় নাইটগার্ড তরিকুলের অবৈধ সম্পদ অর্জনের খবর প্রকাশিত হলে এনিয়ে মহেশপুর শহর আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়। ২০২০ সালের ৩ ডিসেম্বর একদিনে মহেশপুর পৌর এলাকার ১১২ নং বগা, ১০৮ নং হামিদপুর ও ১১০ নং জলিলপুর মৌজায় ৬ দলিলের (দলিল নং ৯৩২৬, ৯৩২৭, ৯৩২৮, ৯৩২৯, ৯৩৩০ ও ৯৩৩১) মাধ্যমে সাড়ে ১১ বিঘা জমি (৩৮৪.৭৫ শতক) কিনে তুমুল আলোচনায় উঠে আসেন নাইটগার্ড তরিকুল।

(একে/এসপি/এপ্রিল ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test