E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেসবুকে ইসলাম নিয়ে কটুক্তি, গৌরনদীতে কলেজছাত্র আটক

২০২১ এপ্রিল ০৬ ১৬:৩১:৫৮
ফেসবুকে ইসলাম নিয়ে কটুক্তি, গৌরনদীতে কলেজছাত্র আটক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জেলার গৌরনদী উপজেলার টরকীরচর এলাকা থেকে দীপ্ত সরকার ওরফে ভিকি (১৮) নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত দীপ্ত সরকার ওই এলাকার স্কুল শিক্ষক দুলাল সরকারের পুত্র।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে দীপ্ত সরকার তার “ঠরপশু ঝধৎশধৎ” নামের নিজের ফেসবুক আইডি দিয়ে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে আসছে। বিষয়টি মঙ্গলবার রাতে নজরে আসায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। এলাকাবাসী জোটবদ্ধ হয়ে অভিযুক্তর বাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করেন।

এ খবর পেয়ে তাৎক্ষনিক থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দীপ্ত সরকার ওরফে ভিকিকে আটক করায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিশ হেফাজতে থাকা দীপ্ত সরকার জানায়, তার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে।

মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, পুরো বিষয়টি তদন্ত চলছে। হ্যাকার যদি আইডি হ্যাক করে আপত্তিকর মন্তব্য করে তাহলে সেই হ্যাকারকে সনাক্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর যদি দীপ্ত সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/এপ্রিল ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test