E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে লকডাউনে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই 

২০২১ এপ্রিল ১০ ১৬:৫৬:১০
গৌরনদীতে লকডাউনে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের ৬ষ্ঠ দিন শনিবারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসন প্রচার-প্রচারনা ও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখলেও বরিশালের গৌরনদী উপজেলার হাট-বাজারগুলোতে স্বাস্থ্য সচেতনতার বালাই নেই কারো মধ্যে। 

প্রশাসনের অভিযানের কথা শুনলেই মাক্স পরাসহ অন্যান্য বিষয়ে সচেতন হয়ে উঠে বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা। প্রশাসন ফিরে গেলে আবার অসেচতন হয়ে পরছেন তারা। দোকান-পাট, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি। এমনকি সরকারি নির্দেশ অমান্য করে খোলা রয়েছে একাধিক কোচিং সেন্টার।

স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিকদের সচেতন করতে দিনরাত প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে, হাট-বাজার অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/এপ্রিল ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test