E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত

২০১৪ আগস্ট ২৮ ১৮:০২:৫৮
মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : ১২৮ শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বৃহস্পতিবার নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। শহীদ পরিবার কল্যাণ কমিটি ও ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এদিন বেলা ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিফ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামানিক, আলহাজ্ব কফিল উদ্দিন সোনার, ইউএনও শাহানা আখতার জাহান, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার নবজ্যোতি খীসা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্রহানী সুলতান গামা, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, প্রভাষক গোপাল চন্দ্র, সাবেক ইউপি চেয়ারম্যান মহসীন রেজা, ইউপি চেয়ারম্যান শারিকুল ইসলাম, ইয়াদ আলী মন্ডল, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, আলমগীর হোসেন স্বপন, শহীদ পরিবারের পক্ষে মমতাজ হোসেন, জসিম উদ্দিন ও প্রধান শিক্ষক পিয়ার বক্স মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। পরে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


উল্লেখ্য, একাত্তরের ২৮ আগস্ট ভোরে পাকহানাদার বাহিনী মান্দা উপজেলার পাকুড়িয়া ও বিলউথরাইল গ্রামের মুক্তিকামী মানুষকে অস্ত্রের মুখে ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে ধরে আনে। পরে তাদের লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। এ হত্যাযজ্ঞে ১২৮ জন নিরস্ত্র মুক্তিকামী মানুষ শহীদ হন। সেদিন সৌভাগ্যোক্রমে বেঁচে যান ১৭ জন। সেই থেকে প্রতিবছর শহীদ দিবস হিসেবে দিনটি পালিত হয়ে আসছে।

(বিএম/এএস/আগস্ট ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test