E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুর স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে অর্থদণ্ড

২০২১ এপ্রিল ১১ ১৬:৫০:২৮
চাঁদপুর স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে অর্থদণ্ড

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরের জেলা প্রশাসন মাঠ পর্যায়ে তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি না মানায় ও সড়ক পরিবহন আইনে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১১ মামলায় ১১ জনকে ৪ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১১ জনের মধ্যে ১ জনকে পরিবহন আইনে ৫শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতামূলক প্রচারণাও করা হয়।

১১ এপ্রিল শনিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ইলিশ চত্বর, হকার্স মার্কেট, কালীবাড়ি মোড় ও বড়স্টেশন মোলহেডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক জানান, করোনাভাইরাস প্রতিরোধে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মহোদয়ের নির্দেশে আমরা জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না তাদেরকে আমরা জরিমানার আওতায় আনছি। এছাড়াও আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ করছি। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়ান সদস্যবৃন্দ।

(ইউ/এসপি/এপ্রিল ১১, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test