E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রাণিসম্পদ কর্মকর্তার লোভের বলি হচ্ছেন রাজবাড়ীর খামারীরা

২০২১ এপ্রিল ১২ ২২:০২:২০
প্রাণিসম্পদ কর্মকর্তার লোভের বলি হচ্ছেন রাজবাড়ীর খামারীরা

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদারের বিরুদ্ধে একের পর এক অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ উঠছেই। তার আচরণে ও অতিরিক্ত অর্থ গ্রহণে ক্ষুদ্ধ হয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসকের নিকট প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন এক খামারী।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের ধৈরল গ্রামের আনোয়ার হোসেন মিজি। তিনি দীর্ঘদিন যাবৎ গরুর খামার করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার গরুর খামারে একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদারের শরনাপন্ন হন। চিকিৎসা শেষে সাড়ে ৩ হাজার টাকা দাবী করলে চোখ কপালে উঠে আনোয়ার মিজির। বহু কাকুতি-মিনতির পরও মন গলেনি এ চিকিৎসকের। এতটাকা ব্যয়ের পরও গরুটি পুরোপুরি সুস্থ্য হয়নি, তাকে জানালে পরে অন্য একজনকে পাঠান তিনি। মনের দুঃখে ও ক্ষোভে তার আচরণে ক্ষুদ্ধ হয়ে গত ২৭ মার্চ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন খামারী আনোয়ার মিজি। এত অনিয়ম, দুর্ণীতি ও সেচ্ছাচারিতার পরও বহাল তবিয়তে রয়েছেন দেখে অনেক খামারী ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কেউ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ কর্মকর্তার বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ করে জানা যায়, মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোঃ আব্দুল লতিফ সম্প্রতি প্রাণিসম্পদ অফিস পরিদর্শন করেছেন।

ড. মোঃ আব্দুল লতিফ জেলা কর্মকর্তার অনিয়ম, দুর্নীতির বিষয়ে কোন কিছু জানতে পেরেছিলেন কিনা বা ভূয়া প্রশিক্ষণ দেখিয়ে এবং অফিসে বসবাস করে বাসা ভাড়া উত্তোলন বিষয়ে তার অনুসন্ধানে এসেছিল কিনা ?

এছাড়াও তার দেওয়া প্রতিবেদনে এ বিষয়ে কোন বক্তব্যে ছিল কিনা জানতে চাইলে ড. মোঃ আব্দুল লতিফ বলেন, আমি পরিদর্শন করেছি, যা পেয়েছি অবশ্যই অফিসকে জানানো হবে।

(একে/এসপি/এপ্রিল ১২, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test