E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হত্যা মামলার সাক্ষীকে পেটাল আসামির লোকজন!

২০২১ এপ্রিল ১৪ ১৭:৩৩:৪০
হত্যা মামলার সাক্ষীকে পেটাল আসামির লোকজন!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি হত্যা মামলার প্রধান সাক্ষী রাজু ওরফে সুজন মোল্যা (২৪) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন আসামিপক্ষের লোকজন। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চরভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাজু উপজেলার চরজাজিরা গ্রামের মৃত রকমান মোল্যার ছেলে ও ওই গ্রামের আলোচিত জিহাদ মোল্যা হত্যার প্রধান সাক্ষী।

আহত রাজু এখন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রাজু ওরফে সুজন মোল্যা জানান, গত ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের জরজাজিরা গ্রামে আলোচিত জিহাদ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪২ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রধান সাক্ষী হন সুজন মোল্যা। এরপর থেকে মামলার আসামিরা সুজনকে নানাভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল।

মঙ্গলবার বিকালে সুজন নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের একটি ক্লিনিকে ভর্তি থাকা তার অসুস্থ স্ত্রী নাজমা বেগমকে খাবার দিয়ে মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরতে ছিলেন। চরভাটপাড়া গ্রামের মহিলা ইউপি সদস্য নার্গিস বেগমের বাড়ির কাছে পৌছালে পূর্ব থেকে ওঁৎ পেতে একই গ্রামের রাজিব শেখ, সজিব শেখ, স্বপন শেখ ও মনিরসহ ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে সুজনের মোটর সাইকেলের গতিরোধ করে।

এ সময় তারা সুজনকে মোটরসাইকেল থেকে নামিয়ে বাঁশের লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক পেটায় এবং ধারালো দেশীয় অস্ত্র (গুপ্তি) দিয়ে দু’পায়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’

(এল/এসপি/এপ্রিল ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test