E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অটোরিকশা কেড়ে নিল ব্যবসায়ী ও চালকের প্রাণ

২০২১ এপ্রিল ১৭ ১৫:৩২:০৭
অটোরিকশা কেড়ে নিল ব্যবসায়ী ও চালকের প্রাণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি : অটোরিকশা কেড়ে নিল মুরগী ব্যবসায়ী ও অটোরিকশা চালক কামাল বয়াতির (৩০) প্রাণ। ঘটনা ঘটেছে আমতলী-কলাপাড়া সড়কের রসুলপুর এলাকায় শুক্রবার রাতে।

জানা গেছে, তালতলী উপজেলার করমজাপাড়া গ্রামের মুরগী ব্যবসায়ী কামাল বয়াতি শুক্রবার রাতে শানুর বাজার থেকে অটোরিক্সা বোঝাই করে মুরগি নিয়ে বরিশাল যাচ্ছিল। ওই গাড়ী কামাল নিজেই চালাচ্ছিল। পথিমধ্যে আমতলী-কলাপাড়া সড়কের রসুলপুর নামক স্থানে আসলে অটোরিক্সার ব্রেক ফেঁসে যায়। এতে অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই মুরগী ব্যবসায়ী ও অটোচালক কামাল নিহত এবং তার ফুফাতো ভাই রাজু (২২) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে ওই রাতের কামালের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, কামালকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।

আহত ফুফাতো ভাই রাজু মিয়া বলেন, ভাই অটোরিক্সা চালাচ্ছিল। আমি তার পাশে বসা ছিলাম। হঠাৎ করে অটোরিক্সার ব্রেক ফেঁসে গিয়ে গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভাই কামাল নিহত হয়।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এন/এসপি/এপ্রিল ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test