E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডায়রিয়া মোকাবেলায় সাংসদ সুলতানা নাদিরার ৭ হাজার সেলাইন উপহার

২০২১ এপ্রিল ১৮ ২৩:১৩:১৯
ডায়রিয়া মোকাবেলায় সাংসদ সুলতানা নাদিরার ৭ হাজার সেলাইন উপহার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ডায়ারিয়ার মহামারি দেখা দেয়ায় হাসপাতালে কলেরার স্যালাইন প্রদান করলেন সাংসদ সুলতানা নাদিরা। এই সংকটকালীন সময় প্রাথমিক ভাবে সংকট মোকাবেলায় ৩১৫ আসনের মহিলা সাংসদ সুলতানা নাদিরা তার ব্যাক্তিগত তহবিল থেকে ৭ হাজার পুশ স্যালাইন সহয়তা প্রদান করেন পাথরঘাটা হাসপাতালকে। 

আজ রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে হাসপাতালের ব্যাবস্থাপক আবুল ফাত্তাহ’র কাছে এই স্যালাইনগুলো আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। পাথরঘাটা হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিলা এমপির মেয়ে ও বরগুনা জেলা আ’লীগের সহসভাপতি ফারজানা সবুর রুমকী জানান, আমি ঢাকায় অবস্থান করছি। কয়েকদিন ধরে পত্রপত্রিকায় আমার এলাকায় মানুষ ডাইরিয়ার রোগে আক্রান্তর বিষয় বেশ কিছু খবর প্রকাশ হয়েছে। বিষয়টি মা'কে জানালে তিনি খোজ খবর নিয়ে জানতে পারেন বরগুনা জেলার হাসপাতাল গুলোতে ডাইরিয়ার পুশ স্যালাইনের তীব্র সংকট। তাই প্রাথমিক ভাবে হাসপাতালের পরিস্থিতি সামাল দিতে জেলায় ১৫ হাজার স্যালাইন দেয়া হয়েছে। এর মধ্যে পাথরঘাটা হাসপাতালে ৭ হাজার স্যালাইন পেয়েছে।

স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে এমপির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন. তার ছোট ভাই গোলাম নাসির, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি তারিকুল ইসলাম সুজন, যুবলীগ নেতা সোহেল আহম্মেদ প্রমুখ।

(এটি/এসপি/এপ্রিল ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test