E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৪ আগস্ট ২৯ ১৭:৪৫:৫২
হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শেরপুর থেকে নবীগঞ্জগামী যাত্রাবাহী একটি সিএনজিচালিত অটোরিক্সা (হবিগঞ্জ থ-১১-১০৭৬) সৈয়দপুর বাজারের কাছে পৌঁছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ- ১৪-১১৮৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের মোঃ শাহ জামানের ছেলে মাওলানা মোঃ রেজাউল করিম (২৪) নিহত হন। পরে অপর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের কাজী ছায়েদ মিয়ার ছেলে মাওলানা হাফিজুর রহমান (৪০) এবং হাসপাতালে নেয়ার পর তার পিতা কাজী ছায়েদ মিয়া (৬৫) মৃত্যুর খুলে ঢলে পড়েন। নিহত মাওলানা হাফিজুর রহমান নবীগঞ্জ হাসপাতাল সড়কস্থ সাবরেজিষ্ট্রারী অফিস জামে মসজিদে প্রতি শুক্রবার জুম্মার নামাজ পড়াতেন। নামাজ পড়ানোর উদ্দেশ্যেই সিএনজিযোগে পিতা-পুত্র নবীগঞ্জ আসছিলেন। আহত অপর ৫ জনকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিক্সার যাত্রী।


(পিডিএস/এটিআর/আগস্ট ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test