E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রিকশাচালকদের মাঝে ইফতার পৌঁছে দিল ইচ্ছা

২০২১ এপ্রিল ২০ ১৩:১২:৫৯
রিকশাচালকদের মাঝে ইফতার পৌঁছে দিল ইচ্ছা

জাবি প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human AID-ICCHA/ইচ্ছা গতকাল ১৯ এপ্রিল ২০২১ সোমবার ক্যাম্পাসের পার্শ্ববর্তী ইসলামনগর বাজারে অর্ধ-শতাধিক রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করেছে।

এসময় ইচ্ছা'র সভাপতি এস এন সোহেল রানা (ইতিহাস ৪৫ ব্যাচ) বলেন, 'লকডাউনে গরিব মানুষের জীবন খুবই কষ্টে অতিবাহিত হচ্ছে । আমরা সামাজিক সংগঠন ইচ্ছা থেকে ক্যাম্পাসের আশেপাশে ইসলামনগরে রিকশাচালকদের ইফতার বিতরণ করছি। জাবিয়ান বড় ভাই-আপু ও নন জাবিয়ানসহ যারা আমাদের ফান্ডে টাকা দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ । আপনারা সবসময় আমাদের পাশে

থাকবেন । আমাদের ইফতার কার্যক্রম চলমান রয়েছে । সকলকে তার সাধ্যের জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।

সাধারণ সম্পাদক স্বপ্নীল সাগর (ইংরেজি ৪৭ ব্যাচ) বলেন, 'করোনা মহামারীতে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। আমাদেরকে যারা ফান্ড দিয়ে সহযোগিতা করতেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল।'

সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (চারুকলা ৪৭ ব্যাচ) বলেন, 'মানুষ মানুষের জন্য মানুষের বিপদে-আপদে মানুষই পাশে থাকবে এটাই স্বাভাবিক।
সেই প্রচেষ্টাকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সামাজিক সংগঠন ইচ্ছা অর্ধ শতাধিক গরীব অসহায় দুস্থ মানুষের মধ্যে ইফতার বিতরণ ও সামগ্রিক খাদ্য বিতরণ করেছেন । যারা সহযোগিতা করেছেন সকলকে অনেক ধন্যবাদ।'


এসময় ইচ্ছা'র মডারেটর ও সাবেক সভাপতি নুরুজ্জামান শুভ, সদস্য সোহাগ মির্জা,জাবি ছাত্র আবু আজাদ উপস্থিত ছিলেন। এই রমজান মাসে ইচ্ছা বেশ কিছু উদ্যোগ নিয়েছে।অনলাইনে বিনামূল্য কোরআন শিক্ষা দিচ্ছে। গরিব দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে।
ইচ্ছা'র কার্যক্রমকে সহযোগীতা করতে আর্থিক সহযোগীতা করুন।

ফান্ড পাঠাতে -

শুভ, মডারেটর ও সাবেক সভাপতি- ইচ্ছা
01768-090295 ( বিকাশ পারসোনাল)

এস এন সোহেল রানা, সভাপতি- ইচ্ছা 01786-052368 (নগদ পারসোনাল)

রিচ, অর্থ সম্পাদক-ইচ্ছা
01957-6529579 (রকেট পারসোনাল)

উল্লেখ্য, ইচ্ছা গত ২০১৮ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে নানাবিধ সামাজিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে।

(পিএস/এপ্রিল ২০, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test