E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মামুনুলের পক্ষে স্ট্যাটাস দিয়ে চাকরি হারালেন ইমাম

২০২১ এপ্রিল ২০ ১৯:৪২:৪৪
মামুনুলের পক্ষে স্ট্যাটাস দিয়ে চাকরি হারালেন ইমাম

বগুড়া প্রতিনিধি : হেফাজতে ইসলামের বিতর্কিত নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি হারালেন বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মুর্শিদুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মসজিদ কমিটির সভাপতি হাসানুল হাছিব স্বাক্ষরিত পত্রে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরের দিকে উক্ত ইমামকে নিশ্চিত করা হয়।

ইমাম মুর্শিদুল ইসলাম ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের গোলাম রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইমাম মুর্শিদুল ইসলাম প্রায় ১২ বছর যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে ইমামতি করছেন। কর্মসূত্রে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন।

সম্প্রতি (৩ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে কথিত দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধ করে রাখার ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। ওই দিনই ইমাম মুর্শিদুল ইসলাম তাঁর নিজের ফেসবুক আইডিতে মামুনুল হকের পক্ষে পোস্ট দেন। বিষয়টি স্থানীয় মুসল্লি, মসজিদ পরিচালনা কমিটির লোকজন ও সরকারি দলের নেতা-কর্মীদের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় পরিস্থিতি মোকাবিলায় ওই দিনই মসজিদ কমিটির পক্ষ থেকে ইমামকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে এ নিয়ে গত রবিবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মসজিদ কমিটির সব সদস্য, স্থানীয় মুসল্লি ও সরকারি দলের স্থানীয় নেতা-কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈঠকে বসেন। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে ইমাম মুর্শিদুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়।

ইমাম মুর্শিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, মাওলানা মামুনুল হককে হেনস্তা করার দৃশ্য দেখে সইতে পারছিলাম না। তাই মামুনুল হকের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। পরবর্তী সময়ে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলাম। কিন্তু তাঁরা আমাকে ক্ষমা না করে চাকরিচ্যুত করেছেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হাছিব বলেন, ‘স্থানীয় মুসল্লি, মসজিদ কমিটির সদস্য, উপজেলা প্রশাসন ও সরকারি দলের নেতা-কর্মীদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মুর্শিদুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সরকারি বাসা ছেড়ে দিতে বলা হয়েছে।’

(আর/এসপি/এপ্রিল ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test