E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লকডাউনে চাঁদপুরে ১৩০টি অটোবাইক ও ৭০টি সিএনজি জব্দ

২০২১ এপ্রিল ২২ ১৩:৫৩:১৪
লকডাউনে চাঁদপুরে ১৩০টি অটোবাইক ও ৭০টি সিএনজি জব্দ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরে লকডাউন ভঙ্গ করে যাত্রী পরিবহনে গাড়ি চলাচল করায় ২০০টির অধিক যানবাহন জব্দ করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। আটক গাড়িগুলোর মধ্যে ৭০টি সিএনজি অটোরিকশা এবং ১৩০টি ইজিবাইক রয়েছে বলে জানা যায়। চাঁদপুর স্টেডিয়ামে জব্দকৃত গাড়িগুলো রাখা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়ার পর মানবিক বিবেচনায় সেগুলো পর্যায়ক্রমে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাফিক ইন্সেপেক্টর জহিরুল ইসলাম। তিনি বলেন, করোনা সংক্রমণ এড়াতে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায় লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। লকডাউন উপেক্ষা করে যেসব গাড়ি রাস্তায় নামছে এবং যাত্রী পরিবহন করছে সেগুলোকে আমরা আটকাচ্ছি।

তিনি জানান, ১৯ এপ্রিল থেকে গতকাল ২১ এপ্রিল রাত পর্যন্ত প্রায় দুশত গাড়ি জব্দ করে স্টেডিয়ামে রেখে দিয়েছি। এর আগে আরো ৮১টি গাড়ি জব্দ করা হয়েছিল। লকডাউন বাস্তবায়নে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(ইউ/এসপি/এপ্রিল ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test