E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতদিয়ার ১৩০০ যৌনকর্মীকে খাদ্য সহায়তা দিলো উত্তরণ ফাউন্ডেশন

২০২১ এপ্রিল ২২ ২৩:২০:৪২
দৌলতদিয়ার ১৩০০ যৌনকর্মীকে খাদ্য সহায়তা দিলো উত্তরণ ফাউন্ডেশন

এমএ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ও চেয়ারম্যান উত্তরণ ফাউন্ডেশন এর সার্বিক ব্যাবস্থাপনায় করোনা কালীন সময়ে অসহায় হয়ে পড়ে থাকা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছে।

উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ১৩’শ অসহায় যৌনকর্মীদের মাঝে পোলার চাউল ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, ডাউল ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, সেমাই ১ প্যাঃ, দুধ ১ প্যাঃ, বিষ্কুট ১ প্যাঃ, খেজুর ৫০০গ্রাম, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, ছোলা ১ কেজি, সাবান ১ টি খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অসহায় নারী ঐক্য সংগঠন এর সার্বিক সহযোগিতায় উত্তর দৌলতদিয়া সোহরাপ মন্ডল পাড়া সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমের বাড়ির আঙ্গিনায় ১৩’শ জন অসহায় যৌনকর্মীর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময়, রাজবাড়ী জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ ( অপরাধ ও প্রশাসন) মোঃ সালাহউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, সমাজের অসহায় মানুষের জন্য কাজ করলেও দেশের সর্ববৃহত দৌলতদিয়া যৌনপল্লি গত বছর করনোরা কারণে লকডাউন করলে জনাব হাবিবুর রহমান স্যারের উদ্যোগে উত্তরণ ফাউন্ডেশন এর সার্বিক ব্যাবস্থাপনায় কয়েক বার যৌনকর্মীদের মাঝে ত্রান সামগ্রী উপহার দেয়া হয়। এরপর এ বছর গত (১৪ এপ্রিল) থেকে যখন সারাদেশে করোনা সংক্রমণের রোধে লকডাউন ঘোষনা করা হয়। তাই এবার অসহায় যৌনকর্মীর কথা ভেবে প্রাথমিকভাবে ১৩’শ জনের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছে উত্তরণ ফাউন্ডেশন।

অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, করোনার কারণে গত একটি বছর ধরে দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দারা অনেকটা অসহায় হয়ে পড়েছে। দীর্ঘদিন লকডাউন থাকায় তারা অনেক মানবেতর জীবন যাপন করেন। এরপর গত সোমবার থেকে সরকারীভাবে লকডাউন ঘোষনা করায় সবাই অসহায় হয়ে পড়ে। এই সময় এসব অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দেওয়ায় আমরা উত্তরণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান স্যারের প্রতি চির কৃতজ্ঞ প্রকাশ করছি।

(ওএইচ/এসপি/এপ্রিল ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test