E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে মন্দির ভিত্তিক পূজারীদের মধ্যে চাল বিতরণ 

২০২১ এপ্রিল ২৩ ১৪:৪০:৪০
ফরিদপুরে মন্দির ভিত্তিক পূজারীদের মধ্যে চাল বিতরণ 

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা পূজা উদযাপন ও পৌর পূজা উদযাপন কমিটির  উদ্যোগে ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি এর ব্যবস্থাপনায় শহরের প্রায় ১০৫টি পূজা মন্দিরে  করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় সাহায্য হিসেবে মন্দিরের পুরোহিত ও পূজারী দের মধ্যে চাল বিতরণ করা হয়।

আজ শুক্রবার সকালে শহরের গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গনে পূজারীদের মধ্যে এ চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রীঅঙ্গন এর সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী। ইসকন মন্দিরের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শিব প্রিয়া নন্দ, স্বামী সুমধুর আনন্দ, জেলা পূজা উদযাপন ও পৌরসভা কমিটির অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা, তাপস কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার, শংকর সাহা, রাম দত্ত, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা বিভাস দত্ত, জয় বিশ্বাস, সঞ্জয় কর্মকার, বিষ্ণুপদ পাল, তুষার দত্ত, অশোক রাহুত বাপন, সঞ্জয় কর বাবু, ব্রজ গোপাল দত্ত, প্রসাদ সাহা, অনুপ সাহা, অতুল বিশ্বাস, উৎপল কুমার দত্ত, অতনু দত্ত, প্রমূখ।

এসময় বিভিন্ন মন্দিরের পূজারীদের সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অনুদান সামগ্রী গ্রহণ করতে দেখা যায়।

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test