E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আশাশুনি উপজেলা আ. লীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সম্মেলন ছাড়াই ইউনিয়ন কমিটি ঘোষণার অভিযোগ

২০২১ এপ্রিল ২৩ ১৮:৫৮:১৯
আশাশুনি উপজেলা আ. লীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সম্মেলন ছাড়াই ইউনিয়ন কমিটি ঘোষণার অভিযোগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আশাশুনি উপজেলা আওয়ামী লীগের অসম্পূর্ণ  কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নিয়ম নীতির তোয়াক্কা না করেই সম্মেলন ছাড়াই একাধিক ইউনিয়ন কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কাছে আবেদন করবেন খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মণ্ডল।

মিলন কান্তি মণ্ডল জানান, ২০১৯ সালের ১৯ নভেম্বর এবিএম মোস্তাকিমকে সভাপতি ও শম্ভুজিৎ মণ্ডলকে সাধারণ সম্পাক করে ১৪ সদস্যের আংশিক আশাশুনি উপাজেলা কমিটি ঘোষণা দেন জেলা কমিটি। এর তিন মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা দেওয়া হয়। যদিও চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত এবিএম মোস্তাকিম ও শম্ভুজিৎ মণ্ডল পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হয়েছেন। অথচ কোন সস্মেলন ছাড়াই সভাপতি গত পহেলা মার্চ এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল স্বাক্ষরিত ও সিল মোহর লাগানো ৩১ সদস্য বিশিষ্ঠ খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের পকেট কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। ওই কমিটিতে দীর্ঘ ৩০ বছর ধরে খুলনার বাসিন্দা ঠিকাদার অহিদুল ইসলাম ও সুরোধনী সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া নাশকতা মামলার আসামী আনারুল মেম্বরসহ চাঁদাবাজি, হত্যা চেষ্টা মামলার কয়েকজন আসামীকে সদস্য করা হয়েছে।

একইভাবে আনুলিয়া, প্রতাপনগরসহ কয়েকটি ইউনিয়নে সম্মেলন ছাড়াই উপজেলা আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে এ ধরনের পকেট কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। খাজরা ইউপি’র এ ধরণের কমিটির কথা তারা বিভিন্ন পত্র পত্রিকায় আসার পর সম্প্রতি ওই কমিটি সংক্রান্ত কাগজপত্র হাতে পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর প্রতিকার চেয়ে তিনিসহ কয়েকজন ২৪ এপ্রিল আবেদন করবেন।

জানতে চাইলে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুস সালাম বাচ্চু সাংবাদিকদের বলেন, তিনিও খাজরা, আনুলিয়া ও প্রতাপনগরের নতুন কমিটি দেওয়ার কথা জেনেছেন। তবে সেটি যথাযথ পদ্ধতিতে হয়েছে কিনা তা তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি অহিদুল ইসলাম জানান, কয়েক মাস পূর্বে ওয়ার্ড কমিটি গঠণের সময় সম্মেলন করে তাকে সভাপতি করে নতুন কমিটি দেওয়া হয়েছে। এ ছাড়াও আনুলিয়া, প্রতাপনগর ও দরগাপুরসহ কয়েকটি ইউনিয়নে কমিটি দেওয়া হয়েছে।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল শুক্রবার বিকেলে যথাসময়ে তাদের পূর্ণাঙ্গ কমিটি না করতে পারার কথা স্বীকার করেই বলেন, খাজরা ইউনিয়ন বা অন্য কোন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা দেওয়ার কথা ঠিক নয়। তার ও সভাপতির সিল, স্বাক্ষর ব্যবহৃত যে কমিটির আলোকে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ ছাপা হয়েছে তা অস্বীকার না করেই বিষয়টি সভাপতি সাহেবের সঙ্গে কথা বলতে বলেন।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. শহীদুল ইসলাম পিন্টুর সঙ্গে চেষ্টা করেও মুঠো ফোন রিসিভি করেননি তিনি।

শুক্রবার বিকেল সোয়া ৫টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সঙ্গে তার মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

(আরকে/এসপি/এপ্রিল ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test