E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে ১৭ জন করোনা আক্রান্ত

২০২১ এপ্রিল ২৪ ১৭:৩৪:১৯
রাজবাড়ীতে ১৭ জন করোনা আক্রান্ত

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭জন করোনা আক্রান্ত হয়েছে।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন শনিবার বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১৭ জন। রাজবাড়ী সদর হাসপাতাল,পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শনিবার ৩৭ টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পজিটিভ ৪ জন ( সদর উপজেলা ৩ জন, কালুখালী ১ জন)। গত ২০ ও ২১ এপ্রিল ৯২ টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ১৩ জন। সদর উপজেলা ১৩ জন (প্রেরিত নমুনা ৬৫ টি)।

মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৯৭৪ জন। (রাজবাড়ী সদর উপজেলা ২২০৮ জন, পাংশা উপজেলা ৮৬০ জন, কালুখালী উপজেলা ২৫১ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৩৮ জন, গোয়ালন্দ উপজেলা ৩১৭ জন )। সুস্থ্য ৩৬০২ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯৫৯ জন, পাংশা উপজেলা ৭৮৫ জন, কালুখালী উপজেলা ২৩৮ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৯ জন, গোয়ালন্দ উপজেলা ২৯১ জন )। মৃত্যু ৩৬ জন (রাজবাড়ী সদর উপজেলা ২০ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন )। হোম আইসোলেশনে চিকিৎসারত ৩২৭ জন (রাজবাড়ী সদর উপজেলা ২২১ জন, পাংশা উপজেলা ৬৫ জন, কালুখালী উপজেলা ১০ জন, বালিয়াকান্দি উপজেলা ৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৪ জন)। হাসপাতালে ভর্তি আছেন ৯ জন( সদর উপজেলা ৮ জন, পাংশা ১ জন)।

(একে/এসপি/এপ্রিল ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test