E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যদের ভিন্ন রূপ

২০২১ এপ্রিল ২৪ ১৮:০৭:২৫
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যদের ভিন্ন রূপ

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সারা বছর দিন-রাত ২৪ ঘন্টা সেবা দিয়ে থাকে বাংলাদেশ পুলিশ সদস্যরা। করোনা মহামারিতেও হট স্পট ছিল প্রাচ্যের ডান্ডি খ্যাত জেলা নারায়ণগঞ্জ । 

প্রাণঘাতী করোনা ভাইরাসের সময় ও ২৪ ঘন্টা বিরতিহীন কাজ করে গেছে পুলিশ সদস্যরা যার মধ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সদস্যরা সব থেকে বেশি আলোচিত। নানারকম প্রতিকূলতার মধ্যেও কাজ করতে হয় পুলিশদের। তবে রমজান মাসে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সদস্যদের ভিন্নরকম এক রূপ দেখা গেছে।

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের আধারে সবসময় তারা র্নিঘুম ডিউটি করে থাকে। তবে ব্যতিক্রম দেখা গেছে রাস্তায় থাকা গরীব অসহায় মানুষদের কাছে রান্না করা খাবার তুলে দিচ্ছে পুলিশ সদস্যরা।

শনিবার ভোর রাতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা যায়। চাষাড়ার গোল চত্বর থেকে শুরু করে রাস্তার বিভিন্ন পাশে শুয়ে থাকা ভাসমান মানুষ গুলোকে হাতে রান্না করা খাবার বা সেহেরীর খাবার তুলে দিচ্ছে পুলিশ সদস্যরা।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সদস্যদের এরকম কর্মসূচীর ছবি স্যোশাল মিডিয়াতে আপলোড হওয়ার পর ব্যাপক প্রশংসা পাচ্ছে তারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের অ্যাডমিন কামরুল ইসলাম বেগ বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের র্নিদেশনায় রাতে মানুষের নিরাপত্তার পাশাপাশি অভুক্ত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে। নিরপত্তার পাশাপাশি অভুক্ত মানুষদেরকে সাহায্য করে মানবতায় শরীক হতে পারছি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, একদিকে টহলের কাজ চলছে অন্যদিকে মানবিক কাজ চলছে। আমরা সবাই এভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়ালে রমাযান মাসে নেকী পাওয়া যাবে। আর “পুলিশ ই জনতা” এ কথার র্স্বাথকতা আসবে।

(এস/এসপি/এপ্রিল ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test