E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীর ১৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দিলেন জেলা প্রশাসক  

২০২১ এপ্রিল ২৪ ১৯:০৩:৪১
রাজবাড়ীর ১৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দিলেন জেলা প্রশাসক  

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দের উপজেলার দৌলতদিয়াতে করোনাভাইরাস সংক্রমণের ফলে ক্ষতিগ্রস্থ অসহায় যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের সদস্য ও প্রতিবন্ধীদের সহ ১৫০০ পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।

শনিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় দৌলতদিয়া পূর্বপাড়াতে তিনি এই খাদ্য-সামগ্রী বিতরণ করেন। উপকারভোগীদের মধ্যে রয়েছে দৌলতদিয়ার ১৩০০ যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের সদস্য ও প্রতিবন্ধী। খাদ্য-সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু ও চিড়া।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, অসহায় ঐক্য নারী পরিষদের সভানেত্রী ঝুমুর বেগম, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মাহিয়া মাহি।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, করোনাকালীন সময়ে যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের সদস্য ও প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েছে। তাই এদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্ধ রেখে খাদ্য সামগ্রী বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন।

(একে/এসপি/এপ্রিল ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test